দোকানের আশা ছেড়ে দিন ভেন্ডর হয়ে পণ্য দিন
উৎপাদনকারী সরবরাহকারী বা বিক্রেতার ক্ষেত্রে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র আবশ্যক:
(১) পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
(২) ট্রেড লাইসেন্স / জাতীয় পরিচয় পত্র / পাসপোর্টের ফটোকপি / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন।
(৩) ব্যবসায়িক মোবাইল নাম্বার।
(৪) কেউ যদি কারো মাধ্যম হয়ে পণ্য বিক্রয় করতে চায় সে ক্ষেত্রে ওই কোম্পানির বা ব্যক্তির সাথে সরবরাহকারীর চুক্তিনামা আবশ্যক।
যেহেতু আমরা ক্রেতাসাধারণ কে এমআরপি বা এমআরপি মূল্যের চাইতে কম মূল্যে পণ্য সরবরাহ করে থাকি, সেহেতু এমআরপি মূল্যের ঊর্ধ্বে পণ্য বিক্রয় গ্রহণযোগ্য নহে।
যে সকল পণ্যের এমআরপি নেই বা পরিবর্তনশীল সে সকল পণ্যের ক্ষেত্রে আমাদের পণ্যের মূল্য নির্ধারণকারি টিম দ্বারা পণ্যের মূল্য নির্ধারণ করা হবে।
কাশব্যাক হচ্ছে ক্রেতার জন্য উপহার যা কোম্পানির মুনাফার অংশ বা ছাড় তাই সকল পণ্যের ক্ষেত্রে আমাদের পণ্যের মূল্য নির্ধারণকারি টিম দ্বারা পণ্যের কাশব্যাক নির্ধারণ করা হবে।
পণ্য দিয়া হাতে টাকা নিন সাথে সাথে (ক্যাশ অন ডেলিভারি) নো অ্যাডভান্স, নো বাকি।
যোগাযোগের মাধ্যম মোবাইল, হোয়াটসঅ্যাপ।
APPLY NOW